Latest topics
চোখের নিচের কালো দাগ ঘুচাতে ১০ টি টিপস
Page 1 of 1 • Share •
চোখের নিচের কালো দাগ ঘুচাতে ১০ টি টিপস
চোখের নিচে কালো দাগ ?
আয়নার সামনে দাঁড়ালেই মনখারাপ হয়ে যায় এটি দেখে ? ত্বক বিশেষজ্ঞের কাছে যাবার কথা ভাবছেন ? তার আগে কয়েকটি টিপস মেনে দেখুন না আপনার চোখের নিচের কালো দাগ আপনা আপনি চলে যায় কি-না।
টিপসগুলোহলোএমন :
১)এখন বাজারে কিছু কিছু আন্ডার আই ডিগিগুমেন্টেশন ক্রিম বা অয়েন্টমেন্ট পাওয়া যায়৷এধরনের ক্রিম এক থেকে দু'মাস ব্যবহার করলে সুফল পাওয়া যেতে পারে৷তবে ভেজাল এড়াবার জন্য ব্রান্ডের অয়েনমেন্টগুলো বেছে নিন এক্ষেত্রে।
২) পাশাপাশি অনেকক্ষেত্রে অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞ গণ চোখের নীচের কালো দাগ দুর করতে এক ধরনের স্পেশালাইজড কেমিক্যাল ব্যবহার করেন৷এধরনের কেমিক্যাল অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয়৷তা নাহলে চোখের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে৷
৩) প্রচুর পরিমাণে পানি পান করুন। খাদ্য তালিকায় সবুজ শাকসবজি রাখুন।
৪) বাসায় অবসর সময়ে কচি শশা পেস্ট করে চোখের নিচে দিয়ে মাত্র ১০ মিনিট চিৎ হয়ে শুয়ে থাকুন।
৫) রোদে চলাফেরা করার সময় রোদচশমা ব্যবহার করুন।
৬) রাতের ঘুমটি হওয়া চাই একটানা। তাই আটঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের আগে রিলাক্স মুডে চলেযান।
৭) যাদের তৈলাক্ত ত্বক তারা কখনোই কোল্ড ক্রিম ব্যবহার করবেন না।
৮) যাদের শুষ্ক ত্বক তারা ক্লিনজিং ক্রিম এভয়েড করবেন।
৯) মানসিক স্ট্রেস এড়িয়ে চলুন। মনকে চাঙ্গা রাখার চেষ্টা করুন সবসময়।
১০) প্রতিদিন দিনের একফাঁকে ১০ মিনিট চোখ বুজে শবাসন করুন।
মনে রাখবেন, চোখের নীচে কালোদাগ দুর করতে লেজার কোন ভাবেই ব্যবহার করা উচিৎ হবে না।
এরপরও যদি চোখের নিচের কালো দাগ না যায় তবে ত্বকবিশেষজ্ঞ বা বিউটিসিয়ানের কাছে যেতে পারেন।
সূত্র লাইফ স্টাইল ম্যাগাজিন
আয়নার সামনে দাঁড়ালেই মনখারাপ হয়ে যায় এটি দেখে ? ত্বক বিশেষজ্ঞের কাছে যাবার কথা ভাবছেন ? তার আগে কয়েকটি টিপস মেনে দেখুন না আপনার চোখের নিচের কালো দাগ আপনা আপনি চলে যায় কি-না।
টিপসগুলোহলোএমন :
১)এখন বাজারে কিছু কিছু আন্ডার আই ডিগিগুমেন্টেশন ক্রিম বা অয়েন্টমেন্ট পাওয়া যায়৷এধরনের ক্রিম এক থেকে দু'মাস ব্যবহার করলে সুফল পাওয়া যেতে পারে৷তবে ভেজাল এড়াবার জন্য ব্রান্ডের অয়েনমেন্টগুলো বেছে নিন এক্ষেত্রে।
২) পাশাপাশি অনেকক্ষেত্রে অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞ গণ চোখের নীচের কালো দাগ দুর করতে এক ধরনের স্পেশালাইজড কেমিক্যাল ব্যবহার করেন৷এধরনের কেমিক্যাল অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয়৷তা নাহলে চোখের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে৷
৩) প্রচুর পরিমাণে পানি পান করুন। খাদ্য তালিকায় সবুজ শাকসবজি রাখুন।
৪) বাসায় অবসর সময়ে কচি শশা পেস্ট করে চোখের নিচে দিয়ে মাত্র ১০ মিনিট চিৎ হয়ে শুয়ে থাকুন।
৫) রোদে চলাফেরা করার সময় রোদচশমা ব্যবহার করুন।
৬) রাতের ঘুমটি হওয়া চাই একটানা। তাই আটঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমের আগে রিলাক্স মুডে চলেযান।
৭) যাদের তৈলাক্ত ত্বক তারা কখনোই কোল্ড ক্রিম ব্যবহার করবেন না।
৮) যাদের শুষ্ক ত্বক তারা ক্লিনজিং ক্রিম এভয়েড করবেন।
৯) মানসিক স্ট্রেস এড়িয়ে চলুন। মনকে চাঙ্গা রাখার চেষ্টা করুন সবসময়।
১০) প্রতিদিন দিনের একফাঁকে ১০ মিনিট চোখ বুজে শবাসন করুন।
মনে রাখবেন, চোখের নীচে কালোদাগ দুর করতে লেজার কোন ভাবেই ব্যবহার করা উচিৎ হবে না।
এরপরও যদি চোখের নিচের কালো দাগ না যায় তবে ত্বকবিশেষজ্ঞ বা বিউটিসিয়ানের কাছে যেতে পারেন।
সূত্র লাইফ স্টাইল ম্যাগাজিন
সুপ্রিয়- আমি আন্তরিক
- পোষ্ট : 22
রেপুটেশন : 10
নিবন্ধন তারিখ : 23/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» Baryta Carb
» পাঁচ সাতটি তুলসী পাতা
» একোনাইট,আর্সেনিক, রসটক্স
» আপনার রাশি কি দেখেনিন..
» এখন মোবাইলে পাওয়া যাচ্ছে কবি শফিকুল ইসলামের ''তবুও বৃষ্টি আসুক'' কাব্যগ্রন্থ...