Latest topics
"তবু ও বৃষ্টি আসুক" পড়ে আমাদের ভালো লাগে
Melbondhon :: সাহিত্য বিভাগ :: বই
Page 1 of 1 • Share •
"তবু ও বৃষ্টি আসুক" পড়ে আমাদের ভালো লাগে

গ্রন্থ পর্যালোচনায়-- মায়া রায়
কৃষ্ণনগর, আগরতলা
ত্রিপুরা ।
"তবু ও বৃষ্টি আসুক" কবি শফিকুল ইসলামের চতুর্থ কাব্যগ্রন্থ । এর
আগে আমি তার কোন কবিতা পড়িনি । তাই এই কবির কবিতার স্বাদ আগে কখন ও পাইনি ।
তবে বৃষ্টি যে কবির একটি প্রিয় অনুভূতি ও আকাঙ্খার নাম এ বোঝা যায় তার এই
কাব্যগ্রন্থ পড়ে ।
পুরো বইটির সকল কবিতা জুড়েই বিষাদ
ও বিরহের বৃষ্টি যেন টুপ টুপ করে নীরবে অভিমানে,ঝরে পড়েছে । বর্ষার দিন
আমাদের ভালোলাগার দিন ,ভালোবাসার দিন, পুরানো স্মৃতি হাতড়ে বেড়াবার দিন ।
আর স্মৃতি তো সব সময় সুখের হয়না,তাই বিরহ বিধূর ,ব্যথাতুর স্মৃতি এই বর্ষার
দিনেই আমাদের মনকে বড় বেশী ব্যাকুল করে তোলে।
শফিকুল ইসলামের
"তবু ও বৃষ্টি আসুক" বিরহ মধূর,স্মৃতি-ভারাতুর বৃষ্টি দিনের কাব্য। আমাদের
মন খারাপ-আকাশের উপাখ্যান ।শফিকুল তার "আকাশের মেঘ ও এক সময়" কবিতায় খুব
সঠিকভাবেই লিখেছেন-
"আকাশের মেঘ ও এক সময়
বৃষ্টি হয়ে ঝরে যায়-
নদীর জল এক সময় শুকিয়ে যায়-
পাথর ও এক সময় ক্ষয়ে যায়-
স্মৃতি কেন তবু হয়না নিঃশেষ ?
এই অনিঃশেষ স্মৃতির ব্যথাতুর আবহে-ই কবির "তবু ও বৃষ্টি আসুক"কাব্য
গ্রন্থখানি ভরে আছে ।
শফিকুলের গোটা কাব্যগ্রন্থে তিন ধরণের কবিতা রয়েছে ।
তার বাবা-মার স্মৃতিতে,সুলতা নামে এক নারীর স্মৃতিতে , আর রয়েছে দুটি
ব্যতিক্রমী কবিতা"বহুদিন পর আজ"এবং "একজনবীরযোদ্ধা" নামে কবিতা দুটি ।
পিতার প্রতি তার ভালোবাসা উৎসারিত দুটো কবিতায়,মায়ের প্রতি ভালোবাসা ও
প্রকাশ পেয়েছে একাধিক কবিতায় । আর বাকি প্রায় সব কবিতাই সুলতা নাম্নী নারীর
উদ্দেশ্যে । শুধু দুটো কবিতা নন্দিতা আর মাধবীকে নিয়ে ।
সুলতার উদ্দেশ্যে লেখা তার কয়েকটি কবিতার পংক্তি তুলে ধরছি ।এতে তার
ব্যাকুল হৃদয়ের আর্ত হাহাকার আমরা খানিকটা বুঝতে পারব---
(০১)তুমি জাননা
তোমার সান্নিধ্য সুখের অভাবে
আমি কতটা অসুখী...
তুমিহীন আমার জীবনে
নেমে আসে মৃত্যুহীন মৃত্যু ।
(সুলতা,বহুদিন পর আজ )
(০২)একটি সুন্দর আগামীর নামে
আমি তোমাকে আহ্বান করছি,
তুমি ফিরে এসো,
আর কোন দ্বিধা নয়
চলে এসো তুমি
এই ভালোবাসাকে ভালোবেসে ।
(সুলতা,এখন ও সময় আছে )
(০৩)সুলতা যেদিন তুমি
আমায় ছেড়ে চলে গেলে
তখন থেকে এ ঘর আমার কাছে কারাগার,
আমার সমস্ত দিন
কখন নিরবিচিছন্ন অন্ধকার রাতে
পর্যবসিত হয়ে যায়
তুমি হীনতায় ।
(সুলতা তোমার মতো )
(০৪)সুলতা তুমি এসে আমাকে
মুক্ত করে আলোতে নিয়ে যাও,
অনন্তকাল আমি তোমারই
প্রতীক্ষায় আছি ।
(সুলতা , আজ তুমি কোথায় জানিনা )
সুলতা কবির কাছে এক উজ্জল দিনের প্রতিভূ ,ভালোবাসার মূর্ত
আখ্যান,এক মুক্ত পৃথিবীর আলোকছটা । সুলতাকে নিয়ে এই কবিতাগুলো ছাড়া ও
কাব্যগ্রন্থের প্রথমেই রয়েছে অন্যস্বাদের দুটো কবিতা ।"বহুদিন পর আজ"
কবিতায় কবি যখন বলেনঃ
"বহুদিন পর আজ
অজস্র ধারায় অঝোরে বৃষ্টি নামুক
আজ আমাদের ধূলি ধূসরিত
মলিন হৃদয়ের মাঠ প্রান্তর জুড়ে।"
তখন
এক অমলিন আশাবাদে ভরে যায় আমাদের অন্তর । তার "একজন বীরযোদ্ধা" কবিতাটি ও
আমাদের "যুদ্ধে....... চির অজেয়"এক বীরের কাহিনী শোনায় ।
"তবু ও
বৃষ্টি আসুক" পড়ে আমাদের ভালো লাগে । কবির কাছে আমরা এমনি ধরনের আর ও
সমৃদ্ধ ভালোবাসার অমৃত-রসে আপ্লুত কবিতা আশা করি ।
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505
Re: "তবু ও বৃষ্টি আসুক" পড়ে আমাদের ভালো লাগে
মায়া রায় আমার পিসিমণি .... ভাই আপনাকে অনেক ধন্যবাদ
দেখা হলে আমার কথা বলবেন, দেখবেন কি বলে

Melbondhon :: সাহিত্য বিভাগ :: বই
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
» Baryta Carb
» পাঁচ সাতটি তুলসী পাতা
» একোনাইট,আর্সেনিক, রসটক্স
» আপনার রাশি কি দেখেনিন..
» এখন মোবাইলে পাওয়া যাচ্ছে কবি শফিকুল ইসলামের ''তবুও বৃষ্টি আসুক'' কাব্যগ্রন্থ...