Latest topics
দ্বীপান্তরী
Page 1 of 1 • Share •
দ্বীপান্তরী
দিনের শেষ, সাগর পাড়ের নিঃসঙ্গ সেই বৃদ্ধ
যার চোখ সুদুর দিগন্তে, সমুদ্রের লোনা বাতাস তার চোখে মুখে।
দুর্বার ঝড়ো বাতাসে পরিশ্রান্ত এক দ্বীপে
যেখানে সময় বয়ে যায় কিংবা যায়না।
নোনা ধরা কুৎসিত বিবর্ণ এক ঘাট
আর তার পরিচয়হীন জাহাজ।
অকূল সীমাহীন এক সাগর, যেন নির্বাসিতের জন্যে,
ভুলে যাওয়া নাবিকদের জন্যে।
এইতো পৃথিবীর শেষ প্রান্তের আলো, নিঃসঙ্গ বৃদ্ধের জ্বালানো
পথহারা নাবিকদের পথের পরিচয়, আলোর মতই উজ্বল
যারা ঘরে ফিরতে চায়,
অনেক দুরের ক্লান্তি থেকে।
গাংচিল ওড়ে, ভরা বেলায় বৃদ্ধের চোখে সপ্নও ওড়ে,
পৃথিবীর চোখে অদৃশ্যমানদের একজন হয়ে যাওয়ার আগে।
জীবন তো তাকে সবই দিয়েছিল,
প্রাসাদের রাজকুমারী আর ঘাসের উপর খেলে বেড়ান সন্তান।
যেনো মহাবিশ্বের অসীমতায় অসীম
পরিপূর্ণ এক দ্বীপ।
বৃদ্ধের ভালোবাসা এখন বিবর্ণ স্মৃতি,
যেন কুয়াশার ভিতর মিশে থাকা প্রেতাত্মার মতো।
আজ আরেকবার, শেষবারের মত বৃদ্ধ সাগরে যাবে,
পৃথিবীর কাছ থেকে বিদায় নেয়ার জন্যে।
সাগরের তলদেশ আর পানি থেকে নোঙর তুলে নিয়ে,
আর সবুজ ঘাসের শেষ স্পর্ষ পায়ে নিয়ে, ঠোঁটে ছোট্ট একটু হাসি নিয়ে।
বহু আগে বিস্মৃত হওয়া পৃথিবীর শেষ প্রান্তের আলো,
আর অনেক আগে বৃদ্ধের ফেলে যাওয়া অশ্রু
কাঁদছে দিগন্ত।
যার চোখ সুদুর দিগন্তে, সমুদ্রের লোনা বাতাস তার চোখে মুখে।
দুর্বার ঝড়ো বাতাসে পরিশ্রান্ত এক দ্বীপে
যেখানে সময় বয়ে যায় কিংবা যায়না।
নোনা ধরা কুৎসিত বিবর্ণ এক ঘাট
আর তার পরিচয়হীন জাহাজ।
অকূল সীমাহীন এক সাগর, যেন নির্বাসিতের জন্যে,
ভুলে যাওয়া নাবিকদের জন্যে।
এইতো পৃথিবীর শেষ প্রান্তের আলো, নিঃসঙ্গ বৃদ্ধের জ্বালানো
পথহারা নাবিকদের পথের পরিচয়, আলোর মতই উজ্বল
যারা ঘরে ফিরতে চায়,
অনেক দুরের ক্লান্তি থেকে।
গাংচিল ওড়ে, ভরা বেলায় বৃদ্ধের চোখে সপ্নও ওড়ে,
পৃথিবীর চোখে অদৃশ্যমানদের একজন হয়ে যাওয়ার আগে।
জীবন তো তাকে সবই দিয়েছিল,
প্রাসাদের রাজকুমারী আর ঘাসের উপর খেলে বেড়ান সন্তান।
যেনো মহাবিশ্বের অসীমতায় অসীম
পরিপূর্ণ এক দ্বীপ।
বৃদ্ধের ভালোবাসা এখন বিবর্ণ স্মৃতি,
যেন কুয়াশার ভিতর মিশে থাকা প্রেতাত্মার মতো।
আজ আরেকবার, শেষবারের মত বৃদ্ধ সাগরে যাবে,
পৃথিবীর কাছ থেকে বিদায় নেয়ার জন্যে।
সাগরের তলদেশ আর পানি থেকে নোঙর তুলে নিয়ে,
আর সবুজ ঘাসের শেষ স্পর্ষ পায়ে নিয়ে, ঠোঁটে ছোট্ট একটু হাসি নিয়ে।
বহু আগে বিস্মৃত হওয়া পৃথিবীর শেষ প্রান্তের আলো,
আর অনেক আগে বৃদ্ধের ফেলে যাওয়া অশ্রু
কাঁদছে দিগন্ত।
saqib_iba- আমি নতুন
- লিঙ্গ :
পোষ্ট : 16
রেপুটেশন : 4
শুভ জন্মদিন : 06/08/1988
নিবন্ধন তারিখ : 23/04/2011
বয়স : 30
অবস্থান : Dhaka, Bangladesh
পেশা : ?
মনোভাব : ?
Re: দ্বীপান্তরী
আপনার কবিতার লাইন গুলান দারুন ধন্যবাদ ভাই সাকিব

রাসেল আল মামুন- সন্মানিত
- পোষ্ট : 92
রেপুটেশন : 6
নিবন্ধন তারিখ : 09/03/2011
Re: দ্বীপান্তরী
মামুন এবং অশোক, আপনাদের ভাল লেগেছে শুনে আমারও ভালো লাগছে।
ভবিষ্যতে আরো ভাল লাগাতে পারব এটাই কামনা।
ভবিষ্যতে আরো ভাল লাগাতে পারব এটাই কামনা।
saqib_iba- আমি নতুন
- লিঙ্গ :
পোষ্ট : 16
রেপুটেশন : 4
শুভ জন্মদিন : 06/08/1988
নিবন্ধন তারিখ : 23/04/2011
বয়স : 30
অবস্থান : Dhaka, Bangladesh
পেশা : ?
মনোভাব : ?
Re: দ্বীপান্তরী
লেখার হাত ভালো

ছন্দা ভট্ট- আমি নিয়মিত
- লিঙ্গ :
পোষ্ট : 47
রেপুটেশন : 2
নিবন্ধন তারিখ : 21/04/2011
মনোভাব : ভালো
Srabontee- আমি নতুন
- লিঙ্গ :
পোষ্ট : 18
রেপুটেশন : 1
শুভ জন্মদিন : 31/01/1995
নিবন্ধন তারিখ : 25/04/2011
বয়স : 24
অবস্থান : Chittagong
পেশা : Studant, St. Scholastica's Girls' High School
মনোভাব : Hindu
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
» Baryta Carb
» পাঁচ সাতটি তুলসী পাতা
» একোনাইট,আর্সেনিক, রসটক্স
» আপনার রাশি কি দেখেনিন..
» এখন মোবাইলে পাওয়া যাচ্ছে কবি শফিকুল ইসলামের ''তবুও বৃষ্টি আসুক'' কাব্যগ্রন্থ...