Melbondhon
এখানে আপনার নাম এবং ইমেলএড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করুন অথবা নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
widgeo

http://melbondhon.yours.tv
CLOCK
Time in Kolkata:

কার জন্য এ আত্মদান?

Go down

কার জন্য এ আত্মদান? Empty কার জন্য এ আত্মদান?

Post by আবু বাসার আখন্দ on 2011-04-28, 13:17

‘আমার অন্য বন্ধুরা যখন সাইকেলে চড়ে স্কুলে যায়। তখন একা পায়ে হেটে যেতে আমার খুব খারাপ লাগে। এ জন্যে মা’রে মেলাদিন ধরে এট্টা সাইকেল কিনে দিতি বলেছি। কিন্তু মা দেয়নি। খালি সময় নিচ্ছিলো। গতবার কিলাসে ফাস্ট হলে কিনে দেবে বলেছিল। কত কষ্ট করে ফাস্ট হলাম। তাও কিনে দেয়নি। এ জন্যিই মরে যেতে ইচ্ছে হলো। মনে হলো মরে গেলে সাইকেলের জন্যেতো আর মারে বারবার বলা লাগবেনা। কিন্তু এখন বুঝছি কাজটা ঠিক হয়নি। টাকা না থাকায় মা সাইকেল কিনতে পারছে না। আমি আর মা’র কাছে সাইকেল চাবো না। আরো ভাল করে লেখাপড়া করবো। হেটে যেতে কষ্ট হয় হোক।’
হাসপাতালের তৃতীয় তলার বারান্দায় শুয়ে আত্মহত্যার চেষ্টার কারণ হিসেবে অবলিলায় এই কথাগুলোই বলছিল সদর উপজেলার সত্যপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শাকিল।
বাড়ি থেকে ২ কিলোমিটার দুরত্বের স্কুলে যাবার সুবিধার্থে বেশ কিছুদিন ধরে সে বাড়িতে একটি সাইকেলের আবদার করে আসছিল। কিন্তু দারিদ্রের কারণে নানা বাড়িতে আশ্রিত তার মায়ের পক্ষে সেটি সম্ভব হচ্ছিল না। উপায়ন্ত না দেখে গত বছর সাইকেল কিনে দেবার জন্য পঞ্চম শ্রেণীতে প্রথম হবার শর্ত জুড়ে দিয়েছিলেন মা আবিদা। নিয়মিত অধ্যাবসায়ের মাধ্যমে শাকিল সে শর্ত পর্যন্ত পূরণ করে দিয়েছে। কিন্তু তার সাইকেলের স্বপ্ন পূরণ হয়নি। যা তার মধ্যে চরম আত্ম অভিমানের জন্ম দেয়। এরই এক পর্যায়ে বিষয়টি নিয়ে সোমবার মা আবিদা সুলতানার সঙ্গে তার কথা কাটাকাটি হলে সে ঘরে থাকা কিটনাশক পান করে। অসুস্থ্য অবস্থায় তাকে ওই সময় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মা আবিদা সুলতানা এ বিষয়ে জানান, শাকিলের বাবা রেজাউল ইসলাম মালয়েশিয়াতে থাকেন। তিনি তার প্রথম স্ত্রী। পরে তার স্বামী আরো ৩টি বিয়ে করেছেন। যার মধ্যে এক স্ত্রী আত্মহত্যা করেছেন। অন্যজন তালাক দিয়ে চলে গেছেন। বর্তমানে দুই স্ত্রীর মধ্যে দ্বিতীয় স্ত্রী রাবেয়া খাতুন শাকিলের দাদা বাড়ি শালিখার হাটবাড়িয়ায় থাকেন। সতিনের সংসারে টিকতে না পেরে আবিদা অনেক আগেই ভায়ের সংসারে আশ্রয় নিয়েছে। অনেক কষ্টে কোন রকম শাকিল ও তার ছোট ভাই ইমনকে লেখাপড়া করাচ্ছেন। শাকিলের বাবা তাদের তেমন একটা খোজ খবর রাখেন না। মাঝে মাঝে ফোনে শাকিলের সাথে কথা বলেন। শাকিল তার কাছেও সাইকেলের আবদার করেছে। কিন্তু তিনি তা না দিয়ে কেবল প্রতিশ্রুতি দিয়ে গেছেন। হয়তো এসব কারণেই শাকিলের মনে সাইকেল নিয়ে বড় ধরণের কষ্ট ছিল। যার ফলে সোমবার একটু কথা কাটাকাটিতেই সে বিষ খেয়েছে। ডাক্তাররা জানিয়েছে বর্তমানে সে অনেকটাই সুস্থ্য। তিনি ছেলেকে অনেক বুঝিয়েছেন। ভবিষ্যতে সে এ ধরণের কাজ আর করবেনা বলে আমাকে কথা দিয়েছে।
কথা প্রসঙ্গে শাকিল আরো বলে-‘মা সাইকেল দিতে চেয়ে বারবার একথা সেকথা দিয়ে বুঝাচ্ছিলো। যে জন্যি আমার খুব রাগ হলো। এক সময় মনে হলো মরে যাই। তাহলেতো আর সাইকেলের কষ্ট থাকবে না।’
[img][/img]কার জন্য এ আত্মদান? E:\Abu Bashar Akhand's Documents\ETV News\Sokal\Exclusive News\Suicidial News

আবু বাসার আখন্দ
আমি নতুন
আমি নতুন

লিঙ্গ : Male
পোষ্ট : 18
রেপুটেশন : 1
নিবন্ধন তারিখ : 23/04/2011
অবস্থান : Magura
পেশা : সাংবাদিকতা
মনোভাব : জীবন যখন শুকায়

Back to top Go down

কার জন্য এ আত্মদান? Empty Re: কার জন্য এ আত্মদান?

Post by পারমিতা on 2011-04-28, 20:45

খুব সুন্দর গল্প, শেয়ার করলেন ..পড়তে পারলাম ধন্যবাদ। এক পাতায় সবটা দিলে পড়তে অনেকটা ভাল হতো +
পারমিতা
পারমিতা
আমি নিয়মিত
আমি নিয়মিত

লিঙ্গ : Female
পোষ্ট : 42
রেপুটেশন : 0
নিবন্ধন তারিখ : 17/04/2011
অবস্থান : দিল্লি, কোলকাতা, গৌহাটি এবং আগরতলা
পেশা : সাংবাদিকতা

Back to top Go down

কার জন্য এ আত্মদান? Empty Re: কার জন্য এ আত্মদান?

Post by আবু বাসার আখন্দ on 2011-04-29, 13:00Last edited by আবু বাসার আখন্দ on 2011-04-29, 13:02; edited 1 time in total (Reason for editing : Vul Chilo)

আবু বাসার আখন্দ
আমি নতুন
আমি নতুন

লিঙ্গ : Male
পোষ্ট : 18
রেপুটেশন : 1
নিবন্ধন তারিখ : 23/04/2011
অবস্থান : Magura
পেশা : সাংবাদিকতা
মনোভাব : জীবন যখন শুকায়

Back to top Go down

কার জন্য এ আত্মদান? Empty Re: কার জন্য এ আত্মদান?

Post by ছন্দা ভট্ট on 2011-04-29, 14:01

শাকিল কি একাই, শাকিলের ভাই বোন নেই ? এর পর কি হল শাকিল এবং তার মা এর জীবনে ?
ছন্দা ভট্ট
ছন্দা ভট্ট
আমি নিয়মিত
আমি নিয়মিত

লিঙ্গ : Female
পোষ্ট : 47
রেপুটেশন : 2
নিবন্ধন তারিখ : 21/04/2011
মনোভাব : ভালো

Back to top Go down

কার জন্য এ আত্মদান? Empty Re: কার জন্য এ আত্মদান?

Post by আবু বাসার আখন্দ on 2011-04-29, 16:46

ধন্যবাদ, ছন্দা।
গল্পটা দু'সপ্তাহ আগের।
এই সময়ে শাকিল সুস্থ্য হয়ে ফিরে গেছে তার নানু বাড়িতে।
একদিন স্কুলের প্রধান শিক্ষককের ফোন করেছিলাম।
বিষয়টি জানবার জন্য। সেটি সম্ভব হয়নি।
গল্পের পরের অংশটি লেখার জন্য যাবো যেকোন সময় তার বাড়িতে।
হয়তো দেখবো শাকিল তার ছোট বোনটার সঙ্গে খুনসুটি করছে।
অথবা, অন্যকোন কিছু হয়তো লিখতে হবে।
তাকে নিয়ে লিখবো অন্য কখনো হয়তো অচিরেই।

ধন্যবাদ, ছন্দা।
পড়বার জন্য।

আবু বাসার আখন্দ
আমি নতুন
আমি নতুন

লিঙ্গ : Male
পোষ্ট : 18
রেপুটেশন : 1
নিবন্ধন তারিখ : 23/04/2011
অবস্থান : Magura
পেশা : সাংবাদিকতা
মনোভাব : জীবন যখন শুকায়

Back to top Go down

কার জন্য এ আত্মদান? Empty Re: কার জন্য এ আত্মদান?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum